শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | তীব্র গরমের মধ্যেই এল স্বস্তির খবর, সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া, কোথায় কোথায় হবে ঝড়বৃষ্টি জানুন 

Rajat Bose | ২৫ এপ্রিল ২০২৫ ০৯ : ০২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। গত মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম যে তীব্র আকার ধারণ করেছে তাতে নাজেহাল আম আদমি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। ‌‌আর রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। 


হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’‌একটি জেলায় বৃষ্টি হতে পারে শনিবারও। কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে বুধবার অবধি। 


তার আগে অবধি চলবে তাপপ্রবাহ। শুক্রবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় গরমের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি এই জেলাগুলিতে রাতেও উষ্ণতা থাকবে বেশি। এছাড়া তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া এবং বীরভূমে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না–হলেও গরমের অস্বস্তি জারি থাকবে। একইরকম আবহাওয়া থাকবে শনিবার। তবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার ঝড়বৃষ্টিও হতে পারে। আগামী দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তার পর ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে।


তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার–সহ সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে মালদায় ঝড়বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। এদিকে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। ফলে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতেই।


শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। 

 

 


Weather UpdateRain alertBengal weather

নানান খবর

নানান খবর

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের

ফ্ল্যাগ মিটিংয়ের পর এবার হয়তো মুক্তি মিলবে, আশায় দিন কাটছে পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের পরিবারের 

মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, বড়সড় ঘোষণা ইউসুফ পাঠানের

ঘরে ঢুকেই শুরু অত্যাচার, প্রাণে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপ বাবার

চ্যাংমারিতে হরিণ শাবক উদ্ধার, দলগাঁও চা বাগানে দেখা মিলল চিতাবাঘের শাবকের

সঙ্গে নিয়ে আসতেন কাশ্মীরের বিভিন্ন ফল, পাথরঘাটা গ্রামে এখন শুধুই শোকের হাওয়া

অপেক্ষার প্রহর শেষ, মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ

বিএসএফ জওয়ানদের বড় সাফল্য, আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালান ব্যর্থ করে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি 

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা

আদালত জামিন মঞ্জুর করার পরেও মেলেনি জামিন? কারণ জানলে অবাক হবেন 

সোশ্যাল মিডিয়া